রিয়াদে শেখ হাসিনার জন্মদিন পালন

সৌদি আরবের রিয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ রিয়াদ শাখা।

মো. শফি উল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2018, 08:44 AM
Updated : 29 Sept 2018, 08:44 AM

স্থানীয় সময় শুক্রবার রিয়াদের একটি রেস্তোরাঁয় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের ইকনমিক মিনিস্টার আবুল হাসান আগামী ৫ অক্টোবর দূতাবাস আয়োজিত ‘উন্নয়ন মেলা’ ও ২২ অক্টোবর ‘এনআরবি সম্মেলনে’ যোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ এটিএম জিয়াউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস প্রেস উইং-এর দ্বিতীয় সচিব মো. ফখরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সমির দত্ত, উপদেষ্টা কামরুল ইসলাম, খাদেমুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, সহ সভাপতি শামীম আবেদীন, মো. কাউসার আহমেদ, মো. আব্দুর রহমান চৌধুরী, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি রেজাউল করিম, রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. মুশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন, রিয়াদ বাংলা স্কুলের সিগনেটরি গোফরান, ইংরেজি স্কুলের চেয়ারম্যান মো. এহসানুল হক ও মনোজ কুমার দত্ত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মহিউদ্দিন, ফাউন্ডেশনের সহ সভাপতি শামিম আহমেদ, প্রধান উপদেষ্টা সমীর দত্ত, ফ্রেন্ডস অব বাংলাদেশের সালাহউদ্দিন মোড়ল, রিয়াদ ইংরেজি শাখা স্কুলের চেয়ারম্যান এহসানুল হক, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ সভাপতি রেজাউল করিম, শেখ লিয়াকত, বুড়িগঙ্গা এক্সপ্রেসের সমন্বয়ক মো. ফারুকি, ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, রিয়াদ মহানগর যুবলীগের সহ সভাপতি আরকান শরীফ, ফ্রেন্ডস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইসা উল্লাহ, প্রাদেশিক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক পলাশ, রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোস্তাক মণ্ডল, রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাতব্বর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ফাউন্ডেশনের সহ সভাপতি কাওয়ার আহমেদ, রিয়াদ বাংলা স্কুলের সিগনেটরি গোফরান ও ফাউন্ডেশনের উপদেষ্টা খাদেমুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!