নিউ ইয়র্কে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সামনে রেখে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র বিএনপি।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2018, 08:21 AM
Updated : 28 Sept 2018, 12:38 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘের কাছে ফোর্টি সেভেনথ স্ট্রিটে আওয়ামী লীগের ‘স্বাগত সমাবেশ’ ও বিএনপির ‘বিক্ষোভ সমাবেশ’ ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্দিকুর রহমান, আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, নিজাম চৌধুরী, সামাদ আজাদ, আইরিন পারভিন, এনাম, আব্দুর রহিম বাদশা, জাহাঙ্গির হোসেন, জাকারিয়া চৌধুরী, আব্দুল কাদের মিয়া, মোর্শেদা জামান, নূরল আমিন বাবু, মোজাহিদুল ইসলাম, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, আশরাফুজ্জামান, মাহবুবুর রহমান টুকু, খোরশেদ খন্দকার, তৈয়বুর রহমান টনি, মিসবাহ আবদিন, রেজাউল করিম রেজনু, সালেহ শফিক গেন্দা, সাখাওয়াত বিশ্বাস, নুরুজ্জামান সরদার, কাজী আজিজুল হক খোকন, নান্টু মিয়া, জামাল হোসেন ও সেবুল চৌধুরী।

বিএনপির বিক্ষোভ কর্মসূচি

বিএনপির কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও রিপাবলিকান পার্টির নেতা গিয়াস আহমেদ, সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা নাজমুন নাহার বেবী, শরাফত হোসেন বাবু, জিল্লুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, গোলাম ফারুক শাহীন, জসীমউদ্দিন, আনোয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন খোকন, বাবরউদ্দিন, এম এ বাতিন, আবু তাহের, কাওসার আহমেদ, ফারুক হোসেন মজুমদার, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ, কানাডা বিএনপির সভাপতি ফয়সল চৌধুরী, সোহরাব হোসেন, মাহফুজুল মাওলা নান্নু, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান, মাজহারুল ইসলাম জনি, মোহাম্মদ হোসেন, খলকুর রহমান ও সৈয়দা মাহমুদা শিরিন।

যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমানকে কর্মীরা ‘লাঞ্ছিত’ করেছেন বলে জানা গেছে। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!