নিউ ইয়র্কে মসজিদ নির্মাণে প্রবাসীদের তহবিল

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার অ্যান্ড মসজিদ’ নির্মাণে তহবিল গঠন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 08:54 AM
Updated : 23 Sept 2018, 08:55 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

৬ হাজার বর্গফুটের ৪ তলার এ মসজিদ তৈরির তহবিল গঠনে যারা অংশ নিচ্ছেন তারা হলেন- রাজনীতিবিদ আকতার হোসেন বাদল, জেবিবিএর নেতা হারুন ভূইয়া, আবাসন ব্যবসায়ী মইনুল ইসলাম ও জেবিবিএর সভাপতি শাহনেওয়াজসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

মসজিদের খতিব ও পেশ ইমাম মুহম্মদ আব্দুস সাদিক জানান- জ্যাকসন হাইটসের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৪১ অ্যাভিনিউর মধ্যে ৭৩ স্ট্রিটে দুটি বাড়ি কেনার চুক্তি হয়েছে। সেখানেই স্থাপিত হবে ইসলামিক সেন্টার। এ ভবনে ইসলামিক গবেষণা কেন্দ্র ছাড়াও থাকবে একটি লাইব্রেরি, কমিউনিটি সেন্টার, আফটার স্কুলের ক্লাস, বিবাহ সম্পর্কিত তথ্যাদি, কমিউনিটির সমস্যার আলোকে সভা-সেমিনার ও কাউন্সেলিং ইত্যাদির ব্যবস্থা। 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইমাম আবু জাফর বেগ, ইন্স্যুরেন্স কোম্পানি ওয়েলকেয়ারের কর্মকর্তা মোহাম্মদ সালেহ ও লামিয়া তাহসিন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!