যুক্তরাষ্ট্রে পুনরায় ‘ডিস্ট্রিক্ট লিডার’ হলেন মঈন

যুক্তরাষ্ট্রের কুইন্স কাউন্টিতে দ্বিতীয়বারের মতো ডেমক্র্যাটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মঈন চৌধুরী।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 12:06 PM
Updated : 22 Sept 2018, 12:06 PM

স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে পার্টি সদস্যদের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের নির্বাচনেও একইপদে জয়ী হয়েছিলেন মঈন।

দুবছর মেয়াদি এ দায়িত্ব পালনে কমিউনিটির সবার সমর্থন চেয়ে মঈন বলেন, “সময়টা ভালো নয়। ট্রাম্প প্রশাসনের নানাবিধ কর্মকাণ্ডে অভিবাসীসহ স্বল্প ও মাঝারি আয়ের আমেরিকানরা নানাবিধ সমস্যায় নিপতিত হয়েছেন। এমন নাজুক অবস্থার অবসানে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে ডেমক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে হবে।”

সিলেটের সন্তান মঈন প্রবাসী বাংলাদেশিদের নানা কমিউনিটি কার্যক্রমের সঙ্গে যুক্ত।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!