যুক্তরাষ্ট্রের আটলান্টায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রবাসী সংগঠন ‘লীলাবতী সঙ্গীত নিকেতন’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল সন্ধ্যা’।

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 01:36 PM
Updated : 20 Sept 2018, 01:36 PM

গত ১৫ সেপ্টেম্বর মেট্রো আটলান্টার ডোরাভিল শহরের সিভিক সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারাহ মোয়াজ্জেম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের তাহমিদ রহমান, দীপাংক দত্ত ও অশোক সরকার।

গান শোনান আয়োজক সংগঠনের শিক্ষক-পরিচালক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী চন্দ্র শেখর দত্ত এবং নজরুলসঙ্গীত শিল্পী তাসলিমা সুলতানা পলি।

রবীন্দ্রসঙ্গীতে বাদ্যযন্ত্রে ছিলেন বেহালায় অমিতাভ সেন, তবলায় সুমন রুদ্র ও গিটারে সুরঞ্জিত বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে নজরুলসঙ্গীতে বাদ্যযন্ত্রে ছিলেন কি-বোর্ডে তাপস সরকার, তবলায় বাসুদেব সাহা ও গিটারে সাবা সারোয়ার।

এছাড়া শব্দ নিয়ন্ত্রণ করেন আজিজুল হক ও সহযোগিতায় মারুফ মাহবুব। মঞ্চ সজ্জা করেন রিজওয়ান আহমেদ হৃদয়, অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন রোখসানা হক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!