যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার জন্মদিন পালন

নিউ ইয়র্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র জাসাস।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 07:57 AM
Updated : 16 August 2018, 07:57 AM

বুধবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে আব্দুল্লাহ হালাল চায়নিজের মিলনায়তনে এ উপলক্ষে দোয়া মাহফিলেড় আয়োজন করে সংগঠনটি।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের ও পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরী।

দোয়া-মাহফিলে বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক অন্যতম সহ-সভাপতি সোলায়মান ভূইয়া অভিযোগ করে বলেন, “শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারলে রাষ্ট্রীয় সম্পদ হরিলুট অব্যাহত রাখা সম্ভব হবে বিধায় আমলারাই এখন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। অপরদিকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ক্ষমতায় এলে আমলাদের ঘুষ-দুর্নীতির কোন সুযোগ থাকবে না বলেই সাজানো মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে।”

কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের পর অনুষ্ঠিত নির্বাচনে বেগম জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গিয়াস আহমেদ।

অনুষ্ঠানের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “জেল-জুলুম আর হুলিয়া দিয়ে বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না।”

বিশেষ অতিথি যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, “দেয়ালে পীঠ ঠেকে গেছে। এখন ঘুরে দাঁড়াতে হবে, এখন আন্দোলনের পাশাপাশি মূলধারায় লবিং চালাতে হবে।”

আলোচনায় আরও অংশ নেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি, স্টেট বিএনপির নেতা সোহরাব হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, জাসাসের যুগ্ম সম্পাদক শামীমা আহমেদ ও জাগপা নেতা রহমতউল্লাহ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!