নিউ ইয়র্কে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 07:37 AM
Updated : 13 August 2018, 07:38 AM

১৯৩০ সালের ৮ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন তিনি।

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কে এ সভায় আয়োজন করে ‘বঙ্গমাতা পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনামুল হক।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, এম এ বাতেন, শরাফ সরকার, এনাম দুলাল, ফিরোজ পাটোয়ারি, খোরশেদ আনোয়ার বাবলু, জহুরুল ইসলাম, সিরাজউদ্দিন সোহাগ, স্বীকৃতি বড়ুয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান ও আব্দুস সিদ্দিক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!