প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রে সমাবেশ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 07:01 AM
Updated : 8 August 2018, 07:01 AM

সোমবার এ উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ও দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এ আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ব্যাপারে প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানায় আয়োজকরা।

ভার্জিনিয়া আওয়ামী লীগ, ম্যারিল্যান্ড আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সম্মিলিত আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মনসুর, ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সহ-সভাপতি মো. দুলাল মিতা, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তাপস, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মো. আবুল মনসুর, মো. বক্তিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক অমর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওসমান খাঁন, উপদেষ্টামণ্ডলির অন্যতম সদস্য মো. আলতাফ হোসেন ও জীবক বড়ুয়া এবং দস্তগীর জাহাঙ্গীর।

এছাড়া আরও বক্তব্য দেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল বড়ুয়া, সহ সভাপতি নুরল আমিন নুরু, মো. আজম, কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রবিউল ইসলাম রাজু, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়, সহ সভাপতি সুজিত বড়ুয়া, ইঞ্জিনিয়ার এ করিম, বাবু খান, মো. সামজুজ্জামান, জাহিদ হুসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. জামাল হোসেন, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সভাপতি তালুকদার সামসুজ্জোহা ডন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম ও কার্যকরী সদস্য রতন নীড়।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মনসুরসহ নেতারা প্রধানমন্ত্রী বরাবর ধন্যবাদ স্মারকলিপি দূতাবাসের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহর কাছে হস্তান্তর করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!