টরন্টোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্বর্ণালী সন্ধ্যা’

বাংলাদেশি এক ঝাঁক সঙ্গীতশিল্পী ও অভিনেতাদের নিয়ে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্বর্ণালী সন্ধ্যা’।

রিয়াজ মাহমুদ জুয়েল, কানাডা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 12:39 PM
Updated : 22 July 2018, 12:39 PM

আগামী ২৫ অগাস্ট স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর প্যাভিলিয়ন ১৯০ রেলসাইড রোডে এ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে আয়োজক প্রবাসী সংগঠন ‘টরন্টো ঢাকা কালচারাল নেটওয়ার্ক’।

এতে অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, পরিচালক বদরুল আনাম সৌদ ও শিল্প নির্দেশক উত্তম গুহ অংশ নেবেন বলে জানায় সংগঠনটি।

অনুষ্ঠানে থাকছে নাটক, বাপ্পা মজুমদারের একক সঙ্গীত পরিবেশনা, সুবর্ণা মুস্তাফার একক আবৃত্তি, অভিনেত্রী চিত্রলেখা গুহের পরিবেশনায় একক গান।।

নাটকটিতে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা ও চিত্রলেখা গুহ। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় নাটকটির শিল্প নির্দেশনায় রয়েছেন উত্তম গুহ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!