যুক্তরাষ্ট্রের কুইন্সে দক্ষিণ এশিয়ানদের সম্মেলন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের সম্মেলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 06:19 AM
Updated : 22 July 2018, 06:19 AM

বৃহস্পতিবার কুইন্সের ওয়ার্ল্ডফেয়ার মেরিনা পার্টি হলে ‘সাউথ এশিয়ান অ্যাকশন নেটওয়ার্ক’-এর ব্যানারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশিদের নেতৃত্বে এ সম্মেলনে নেপাল, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, মালদ্বীপের লোকজনও এসেছিলেন।

আয়োজক সংগঠনের প্রধান জয় চৌধুরীর সার্বিক সঞ্চালনায় কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “কুইন্স বরোর ইমেজ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অভিবাসী সমাজের ভূমিকা সর্বজনবিদিত। আমার বরোতে বৈধ-অবৈধ নির্বিশেষে সকলেই নিরাপদে বসবাস করছেন। তবে যারা অপরাধী তারা রেহাই পাবে না। অপরাধীরা মানবতার শত্রু।”

বক্তব্য শেষে বরো প্রেসিডেন্ট আয়োজক সংগঠনের সকল কর্মকর্তাকে মঞ্চে ডেকে প্রক্লেমেশন দেন। কর্মকর্তারা ছিলেন- কনভেনর জয় চৌধুরী, কো-কনভেনর মোহাম্মদ আলী ও আকশার পাটেল এবং উপদেষ্টা আব্দুর রহিম হাওলাদার।

ইয়ুথ কো-অর্ডিনেটর পারভেজ রহমান, মোহাম্মদ রহমান, বিনিদা তামাঙ, জামি কাজী এবং আনাটোলে আশরাফ, কো-অর্ডিনেটর ফারুক হোসেন মজুমদার, আহসান হাবীব, মোহাম্মদ হাসান জিলানী, কল্পনা গিমিরি, ফুরু লামা, সাঈদুর খান, নারগিস রহমান, এস এম সোলায়মান, অমর এস তামাঙ ও মীর জাকির হোসেন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এরপর স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন বলেন, “কুইন্স আজ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক উদাহরণে পরিণত হয়েছে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের সরব উপস্থিতির কারণে। তারা যতটা সুসংগঠনিত হবে, ততই মঙ্গল ত্বরান্বিত হবে এই বরোতে।”

কমিউনিটি সার্ভিস ও মূলধারায় কমিউনিটিকে সম্পৃক্ত করার ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বেশ ক’জনকে সাইটেশন এবং কংগ্রেসনাল প্রক্লেমেশন দেওয়া হয়। এর মধ্যে পিপল এনটেকের প্রধান নির্বাহী আবু হানিপ, বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী নয়ন এবং সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী, রিয়েল এস্টেট এজেন্ট ও সমাজকর্মী মোর্শেদা জামান, মূলধারার সঙ্গীত শিল্পী রাহমি খান অন্যতম।

সম্মেলনের উপদেষ্টা আব্দুর রহিমত হাওলাদার, আবু হানিপ, মূলধারার রাজনীতিক তৈয়বুর রহমান হারুন ও খোরশেদ খন্দকার বক্তব্য দেন।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!