এইচএসসি: কাতারে জিপিএ-৫ পেয়েছে ২ জন

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কাতারে একটি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫৪ জন পরীর্ক্ষাথীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন দুজন।

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 09:14 AM
Updated : 20 July 2018, 09:14 AM

দেশটির রাজধানী শহর দোহার ‘বাংলাদেশ মাশহুর উল হক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে এবছর ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫০ জন, পাসের হার ৯২.৫৯ শতাংশ।

কাতারে বাংলাদেশিদের একমাত্র এ শিক্ষা প্রতিষ্ঠানটির ফলাফল ‘সন্তোষজনক’ বলে জানান এর পরিচালক মোহাম্মদ আনোয়ার খুরশেদ ও অধ্যক্ষ মো. জসিম উদ্দিন।

ফলাফলে শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!