যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খোন্দকার মোশারফ হোসেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 05:47 AM
Updated : 14 July 2018, 06:11 AM

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

অতিথি হিসেবে খোন্দকার মোশারফ হোসেন ছাড়া আরও বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

সভায় মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে বাংলাদেশ অনেকটা এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এ পরিক্রমা এখন আন্তর্জাতিক অঙ্গনে রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের এই ধারাক্রম অব্যাহত রাখতেই সামনের নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার বিকল্প নেই। এজন্য দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভায় মোশারফ হোসেন আরও বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গত ৩ বছরের অগ্রগতির পর্যালোচনা সমাবেশে এসেছিলাম জাতিসংঘে। সেখানে বাংলাদেশের প্রশংসা বাক্য শুনে খুবই ভালো লাগলো। বিদেশিদের কাছে বাংলাদেশের এগিয়ে চলার গল্পে আমরা সকলেই উজ্জীবিত।”

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “শেখ হাসিনার সরকার কাজে বিশ্বাসী। যার সুফল এখন সমগ্র জনগোষ্ঠী পাচ্ছে। প্রবাসীরাও দেশে গেলে সম্মান পাচ্ছেন। প্রবাসীদের ব্যাপারে বর্তমান সরকারের সীমাহীন উদারতার নজির রয়েছে।”

মতবিনিময় সভায় স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী জয়নাল আবেদীন, আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক এনাম, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা জামালউদ্দিন ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন।

শুরুতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রবাসীরা। তারও আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্রুত আরোগ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!