জ্যামাইকায় প্রবীণ ও অসুস্থদের জন্য সেবাকেন্দ্র চালু

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের পরিচালিত সেবা প্রতিষ্ঠান ‘বারী হোম কেয়ার’ নিউ ইর্য়কের পর জ্যামাইকায় তাদের দ্বিতীয় শাখা খুলেছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 06:43 AM
Updated : 12 July 2018, 11:32 AM

বুধবার জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ের একটি ভবনের দ্বিতীয় তলায় ওই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও আসেফ বারী টুটুল। 

প্রতিষ্ঠানটি দীর্ঘ দুই বছর যাবত নিউ ইয়র্ক কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে।

কমিউনিটি নেতা মতিউর রহমানের কোরআন পাঠের পর মোনাজাতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় টুটুল বলেন, “অতীতের মতো সামনের দিনগুলোতেও সহযোগিতার দিগন্ত প্রসারিত থাকবে বলে আশা করছি।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!