সৌদি আরবে রেল কারখানার দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে একটি রেল সামগ্রী নির্মাণ কারখানার দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিসৌদি আরব ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 09:39 AM
Updated : 25 June 2018, 09:39 AM

নিহত নাছির উদ্দিন ফয়সাল (৩০) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম কলাকোপা গ্রামের মৃত আবদুস শহিদের ছেলে। সেখানে তার বৃদ্ধ মা, স্ত্রী ও পরিবারের লোকজন রয়েছেন।

স্থানীয় সময় রোববার রাতে সৌদি আরবের হাইল প্রদেশের রাজধানী শহর হাইলের রেল কারখানায় কাজ করার সময় গায়ে স্লিপার পড়ে ঘটনাস্থলেই নাছির মারা যান বলে প্রবাসীরা জানান। লক্ষ্মীপুর থেকে নিহতের বড়ভাই জসিম আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইল থেকে প্রবাসী ব্যবসায়ী আজিজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কারখানার একটি মেশিন পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। নাছির সাত বছর আগে সৌদি আরবে এসেছিলেন।

লক্ষ্মীপুর থেকে নাছিরের স্বজনরা জানান, পাঁচ মাস আগে দেশে এসে বিয়ে করেন নাছির। বিয়ের পরে দেড় মাস বাড়িতে থেকে আবার সৌদি আরবের কর্মস্থলে ফিরে যান।

নিহত নাছির উদ্দিন ফয়সালের লাশ বর্তমানে হাইল শহরের কিং খালেদ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!