যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

মনসুর খন্দকারকে সভাপতি, জিল্লুর আর খানকে জ্যেষ্ঠ সহ সভাপতি এবং আব্দুল কাদের মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 09:16 AM
Updated : 22 June 2018, 09:16 AM

বুধবার ঢাকা থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এ মোমেন।

মোমেন জানান, আপাতত ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ৩১ জন বৈঠকে বসে গঠনতন্ত্র অনুযায়ী ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন- শহীদ হাসান, জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স, সউদ চৌধুরী, গাজী এ কাশেম, নজরুল ইসলাম বাবুল, মোহাম্মদ হানিফ, জুনায়েদ আহমেদ, মোবস্বির হোসেন, শামসাদ হুসাম, আমিনুর রশীদ পিন্টু, আতিকুর রহমান, সবিতা দাস, আবিদ রেজা, হেলাল মাহমুদ, শেরশাহ মিজান, আবুল খান, আবুল কালাম আজাদ, শাহ আলম মজুমদার, সুলতান সালাহউদ্দিন, আলমগীর কবির, আরিফুল ইসলাম, কামাল হোসেন মিঠু, মোস্তফা কামাল পাশা মানিক, আনিসুর রহমান, গোলাম মোস্তফা, জিবক বড়ুয়া ও মো. আবুল কাশেম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!