যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট প্রার্থী বাছাই নির্বাচনে প্রবাসী মিজান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৫ থেকে প্রাইমারি প্রার্থী বাছাই নির্বাচনে লড়ছেন প্রবাসী বাংলাদেশি মিজান চৌধুরী। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান ডেমোক্র্যাট কংগ্রেসমান গ্রেগরি মিক্স।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 11:54 AM
Updated : 20 June 2018, 11:54 AM

আগামী ২৬ জুন স্থানীয় সময় সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ডেমক্র্যাটিক পার্টির এ প্রার্থী বাছাই নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মিজানের নির্বাচনী প্রচার কমিটির চেয়ারপার্সন ফখরুল আলম ও ক্যাম্পেইন ম্যানেজার এটর্নি সোমা সাঈদ।

এসময় লিখিত বক্তব্যে মিজান চৌধুরী বলেন, “ব্যক্তি মিজান নয়, এটি হচ্ছে বাংলাদেশিদের নির্বাচন। জাতীয় নির্বাচনে জয়ী হবার এমন সম্ভাবনা খুব কময়েই এসে থাকে। কারণ এ এলাকাটি ডেমক্র্যাটদের। যোগ্যতাসম্পন্ন অনেক লোক থাকলেও এবার মাঠে নামেননি।”

মিজান সমর্থকরা দাবি করেন, গত বিশ বছর ধরে নির্বাচিত হয়ে আসা গ্রেগরি মিক্সকে সরিয়ে দেওয়ার স্লোগান উঠেছে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, রিচমন্ডহিল, কুইন্স ভিলেজ, ওজনপার্ক, সেন্ট আলবেন্স, লোরেলটন, ভ্যালি স্ট্রিম, হলিস, জ্যামাইকা এস্টেট, রোচডেল ভিলেজ ও এলমন্ট এলাকায়।

তারা জানান, মিজান চৌধুরী ১৮ বছর ধরে যুক্তরাষ্ট্রে একটি কোম্পানির কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন কমিটির কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মজিবর রহমান, আনোয়ার হোসেন ও আজহারুল হক মিলন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!