আয়ারল্যান্ডে প্রবাসীদের ঈদ উদযাপন

আয়ারল্যান্ডে নানা আয়োজনে ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

সাজেদুল চৌধুরী রুবেল, আয়ারল্যান্ড থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 06:13 AM
Updated : 17 June 2018, 06:13 AM

শুক্রবার সকাল পৌনে ৮টায় লিমরিকের ডোরাডয়েল মসজিদ কমিটির আয়োজনে মসজিদের অদুরেই গ্যরিওয়েন ফুটবল ক্লাবের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এবারই প্রথম মসজিদ কমিটি খোলা মাঠে নামাজ আদায়ের আয়োজন করতে সক্ষম হয়। এ জামাতে বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি, আফগানিসহ মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম প্রবাসীরা অংশ নেন।

লিমরিকের ডোরাডয়েলের এ জামাত ছাড়াও সিটিসেন্টার মসজিদ আয়োজিত সকালে আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও ডাবলিন, কর্ক, কিলারনিসহ দেশটির বিভিন্ন কাউন্টিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের আয়োজনে আলাদা আলাদাভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় বলে খবর পাওয়া গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!