ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপিত

ফ্রান্সে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

আবু তাহির, ফ্রান্স থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 06:56 AM
Updated : 16 June 2018, 06:56 AM

শুক্রবার প্যারিসের বিভিন্ন মসজিদের পাশাপাশি বাংলাদেশি অধ্যুষিত এলাকার ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার’, মেট্রো উশ জিমনেসিয়াম ও ওবারভিলা মসজিদে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে প্যারিসের বাঙালি অধ্যুষিত চারটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মেট্রো উশ ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নেন স্থানীয় ফরাসি প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!