জর্জিয়ায় ফোবানা সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনের  ১৩৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আয়োজক সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’।

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2018, 09:54 AM
Updated : 12 June 2018, 09:54 AM

স্থানীয় সময় শুক্রবার মেট্রো আটলান্টার লিলবার্ন শহরের ফোবানা কার্যালয়ে এ ঘোষণা দেন আয়োজক কমিটির সভাপতি ডিউক খান।

তিনি বলেন, “সাধ্যমত যার যার কাজের পারদর্শিতা ও মেধার দিক বিবেচনা করে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরও কোন গুণী সংগঠক আগ্রহী হয়ে এগিয়ে এলে তাকে সাদরে কমিটিতে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে।”

সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই প্রস্তুতিসভায় ৩২তম সম্মেলন আয়োজনের বিভিন্ন বিভাগের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

আহ্বায়ক জসিম উদ্দিন সামগ্রিক অগ্রগতি উপস্থাপন করার পর একে একে সদস্য সচিব নাহিদুল খান সাহেল হোটেলের আসন বরাদ্দের অগ্রগ্রতিসহ অগ্রিম টিকেট বিক্রির পরিকল্পনা ও পদ্ধতি ব্যাখ্যা করেন এবং সবাইকে অগ্রিম টিকেটের তিনদিনের সুলভ মূল্যের প্যাকেজ কেনার আহ্বান জানান।

প্রধান অর্থ পরিচালক রফিক হক বিভিন্ন প্রস্তুতিপর্বের খরচের হিসাবসহ সামগ্রিক বাজেট উপস্থাপন করেন।

এছাড়া প্রয়োজনীয় প্রস্তাব, পরামর্শ ও নিজ নিজ দায়িত্বের অগ্রগতির আলোকে আলোচনা করেন প্রধান সমন্বয়ক এম মওলা দিলু, নির্বাহী পরিচালক মুহাম্মদ আলী মানিক, প্রধান উপদেষ্টা মোহাম্মদ জামান ঝন্টু, পারফর্মিং আর্ট পরিচালক গোলাম মহিউদ্দিন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক গাইডেন হকিন্স, দুই যুগ্ম সদস্য সচিব আরিফ আহেমদ ও ওয়াসি উদ্দিন এবং পেট্রন মস্তফা কামাল মাহমুদ।

পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রথম সারির কর্মকর্তারা হলেন আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব নাহিদুল খান সাহেল, আয়োজক কমিটির সভাপতি ডিউক খান, নির্বাহী পরিচালক মুহাম্মদ আলী মানিক, প্রধান সমন্বয়ক এম মওলা দিলু, প্রধান কনসালটেন্ট গিয়াসউদ্দিন ভূঁইয়া, প্রধান উপদেষ্টা মোহাম্মদ জামান ঝন্টু, প্রধান অর্থ পরিচালক রফিক হক, যুগ্মভাবে দুই প্রধান সেমিনার সমন্বয়ক শাহাব সিদ্দিকী ও সালেহ উদ্দিন বাদল, প্রধান কারিগরি-স্থাপত্য ও ডিজাইন পরিচালক সালেহ উদ্দিন বাদল ও প্রধান পেট্রন জামিল ইমরান।

সম্মেলনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা হলেন দুই যুগ্ম সদস্য সচিব আরিফ আহমেদ ও ওয়াসি উদ্দিন, পারফর্মিং আর্ট পরিচালক গোলাম মহিউদ্দিন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক গাইডেন হকিন্স, সঙ্গীত পরিচালক রোমেল হোসেন খান, ১৫ জন উপদেষ্টা- ইউসুফ আলী, শামসুল আলম, মুস্তাফিজুর রহমান মিলু, আবুল আজাদ কয়েস, আজহারুল ইসলাম ফারুক, রফিক হাসান, নজরুল ইসলাম, আগা জামিল, আবু তালুকদার, গোলাম মহিউদ্দিন, হালিম ইউসুফ, আজিজুল হক, সৈয়দ ওয়াসিম, রবিউল আলম প্রিন্স ও হান্নান চৌধুরী, ৭ জন যুগ্ম আহ্বায়ক- শাকুর মিন্টু, শাকিরা আলী বাচ্চি, সলিম উল্লাহ্‌ সলি, মাহবুব ভূঁইয়া, সৈয়দ আহমেদ চুন্নু, জাহাঙ্গীর হোসেন ও মামুন শরীফ।

সম্মেলনের অন্যান্য মূল চালিকাশক্তির কর্মকর্তারা হলেন- ৮ জন সমন্বয়ক: ফারুক আহমেদ, অসীম সাহা, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আলী লোদী, এ এইচ রাসেল, শাহ্‌নেওয়াজ হোসেন, শহিদুল ইসলাম ঠান্ডু ও জয়নাল ভূঁইয়া, ৩ জন সেমিনার সমন্বয়ক: নিয়াজ খান, গোলাম মহিউদ্দিন ও মোসাদ্দেক খান সাদেক, ১৩ জন পেট্রন: নাঈম বাশার, আওলাদ হোসেন, হাসান তারেক দ্বীপ, সাদেক হুসেন, শফিক হাই, মোহাম্মদ হোসেন শামীম, এবিএম করিম রিপন, অয়ন সাঈদ, নাঈম রহমান, কাজী মোহাম্মদ নাহিদ, সদরুল আমীন, মোস্তফা কামাল মাহমুদ ও পিন্টু মাহমুদ, অনুষ্ঠান উপস্থাপনা চেয়ারপার্সন রিটা আলী, অনুষ্ঠান উপস্থাপনা সিনিয়র কো চেয়ারম্যান রুমী কবির, ৬ জন উপস্থাপনা কো চেয়ারপার্সন: সালেহ মুনমুন, জাকিয়া তওফিক, সাবিনা চৌধুরী, পপি রহমান, রাই নন্দী ও ইমা ইমা তানজিম, রেজিস্ট্রেশন চেয়ারম্যান মহিন উদ্দিন দুলাল, ৩ জন কো চেয়ার: কাজী এস হক, টিনা আজাদ ও খন্দকার ফাতিমা আকতার রুমী, আপ্যায়ন ও আতিথিয়তা চেয়ারম্যান আরিফ আহমেদ, কো চেয়ার এ এস এম আবেদীন সাদমান, তহবিল সংগ্রহ চেয়ারম্যান আজিজুল হাকিম, কো চেয়ার গাইডেন হকিন্স, কমিটিসসমূহের সমন্বয় চেয়ারম্যান মাহরুফুর রহমান ভূঁইয়া, মহিলা বিষয়ক চেয়ারপার্সন ইলা চন্দ, কো চেয়ার সুলতানা সুমী ও নিতি আকসুমা, যানবাহন চেয়ারম্যান মোহাম্মদ চৌধুরী সরফু, কো চেয়ার রায়হান আহমেদ, স্বেচ্ছাসেবক চেয়ারম্যান মোহাম্মদ রহমান রুবন, কো চেয়ার আরিফুর রহমান ও মাজহারুল ইসলাম, নিরাপত্তা বিষয়ক চেয়ারম্যান ফজলে চৌধুরী আয়াজ, কো চেয়ার মোহাম্মদ তুহিন খান, যুব ফোরাম চেয়ারম্যান মোসাদ্দেক খান সাকিব ও কো চেয়ার রাজিব আজাদ।

এছাড়া বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ আরও কর্মকর্তারা হলেন সম্মাননা পদক চেয়ারম্যান মোহাম্মদ রশিদ মামুন, মূলধারার সমন্বয় চেয়ারম্যান মোস্তফা জাহিদ টিটু, মিডিয়া চেয়ারম্যান রুমী কবির, কো চেয়ার এ এইচ রাসেল, গোলাম সাদত জুয়েল ও সিকদার মনজিলুর রহমান, মিডিয়া উপদেষ্টা  শিব্বির আহমেদ, যুগ্মভাবে টিকেট বিক্রয় চেয়ারপার্সন মাহবুবা সুলতানা ও ফারহানা নাসরিন সুবর্না, কো চেয়ার ইলা চন্দ, স্টল ও বুথ চেয়ারম্যান মনির চৌধুরী, কো চেয়ার সৈয়দ আহমেদ চুন্নু ও মাহফুজুল হক, খাদ্য ও পানীয় চেয়ারম্যান মাহবুব আলম সাগর, স্মরণিকা সম্পাদক সোহেল আহমেদ, যুগ্মভাবে গণযোগাযোগ চেয়ারপার্সন জাকিয়া তাওফিক ও সাবিনা চৌধুরী লুবনা, যুগ্মভাবে সামাজিক মিডিয়া চেয়ারম্যান হাসান চৌধুরী সুহেল ও মাহবুবুর রহমান, মঞ্চ ও সাজসজ্জা চেয়ারম্যান নবুয়ত মজলিশ, কর্পোরেট স্পন্সর বিষয়ক চেয়ারম্যান গাইডেন হকিন্স, কো চেয়ার মোসাদ্দেক খান সাকিব, আন্তরাজ্য সমন্বয় চেয়ারম্যান মীর চৌধুরী, ৭ জন কো চেয়ার- রফিক হাওলাদার, তাহমিনা আহমেদ, খালেদ রউফ, জি আই রাসেল, সরাফাত হোসেন বাবু, শামসুল আলম ও মোহাম্মেদ হোসেন, বানিজ্য বিষয়ক চেয়ারম্যান ফয়সাল চৌধুরী, কো চেয়ার মোক্তার হোসেন, অতিথিশিল্পী যোগাযোগ চেয়ারম্যান সৈকত প্রধান, খেলাধুলা ও চিত্তবিনোদন চেয়ারম্যান রায়হান আহমেদ, সহযোগী সাংস্কৃতিক সমন্বয়ক অভিষেক শ্যাম, অভ্যর্থনা চেয়ারম্যান বেলাল পারভেজ, যুবপ্রীতি সম্মিলনী সমন্বয়ক সালেহ মুনমুন, মাহবুবা সুলতানা, ফারহানা নাসরিন সুবর্না, ফারজানা উদ্দিন, সাবিনা চৌধুরী, তারানা সিরাজ, ইমা তানজিন এবং ছাত্রবৃত্তি সমন্বয়ক সাবিনা চৌধুরী, ফারজানা উদ্দিন, মাহবুবা সুলতানা ও আরিফ আহমেদ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!