সিডনিতে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী পালিত

অস্ট্রেলিয়ার সিডনিতে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2018, 01:36 PM
Updated : 19 May 2018, 01:36 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির ওয়েন্টওয়ার্থ ভিল রেড গাম সেন্টারে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি পূজা ও সংস্কৃতি’ সিডনি শাখা।

শুভ্রা ভৌমিকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি নির্মল চৌধুরী।

আয়োজনে অস্ট্রেলিয়াতে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা কিশোর-কিশোরীরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম ও কবি সুকান্ত ভট্টাচার্যের গান ও কবিতায় অংশ নেন।

গান শোনান অন্তরা, অঙ্কন, জয়, পূজা, অর্ঘ্য, ঋষি ও শ্রেয়া। সুকান্তের কবিতার সঙ্গে নাচ পরিবেশন করেন অন্তরা, তবলায় ছিলেন দেবাশীষ।

এছাড়া গান শোনান অতিথি শিল্পী সিরাজুস সালেকিন, অমিয়া মতিন ও অভিষেক ঘোষ।

নেপথ্য কণ্ঠে ছিলেন ভিনসেন্ট গোমেজ, মিউজিক ও শব্দ নিয়ন্ত্রণে ছিলেন রথীন ঢালী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!