সৌদি আরবে নির্যাতনের শিকার ৫ নারীকে দেশে ফেরত

সৌদি আরবের নির্যাতনের শিকার হয়ে ক্যাম্পে আশ্রয় নেওয়া ৯ বাংলাদেশি নারী শ্রমিকের পাঁচজনকে দেশে পাঠানো হয়েছে।

মো. শফি উল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2018, 09:17 AM
Updated : 19 May 2018, 09:33 AM

ফিরে আসা পাঁচ নারী শ্রমিক হলেন- ঢাকার লালবাগের সুমাইয়া কাজল, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর পিংকি, ময়মনসিংহের ফুলপুরের মাজেদা, ভোলার রিনা ও নওগাঁর সুখী।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ নাম্বার ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সারওয়ার আলম তাদেরকে বাংলাদেশে পাঠানোর কথা নিশ্চিত করেন।

তিনি জানান, গৃহকর্মী হিসেবে সৌদি আরব আসা ওই নারীরা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের দাম্মামের খোবার এলাকার একটি ক্যাম্পে স্থানান্তর করা হয়।

গত আড়াই মাসে এভাবে ৯ নারী ওই ক্যাম্পে আশ্রয় পান। তাদের মধ্যে ৫ জন আজ দেশে ফিরেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!