সিডনিতে ‘বাংলাদেশের গণতন্ত্র’ নিয়ে সেমিনার

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশের গণতন্ত্রের ভবিষৎ ও করণীয়’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 12:49 PM
Updated : 23 April 2018, 12:49 PM

স্থানীয় সময় রোববার সিডনির ক্যান্টাবেরি লীগ ক্লাবে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ পলিসি ফোরাম অস্ট্রেলিয়া’।

এ কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।

সেমিনারে মূল প্রবন্ধ পড়েন চালস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী মোহাম্মদ আব্দুল্লাহ।

বক্তব্য দেন ভয়েস অব সিডনির মহাপরিচালক নার্গিস বানু, পলিসি ফোরামের প্রধান উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব লিয়াকত আলী স্বপন, লেবার পাটি ল্যাকেম্বার সভাপতি মো. লুৎফুল কবির, ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের ইব্রাহিম খলিল মাসুদ, লেবার পাটি ক্যামসির সভাপতি হাবিব মোহাম্মদ জকি, বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এস এম নিগার এলাহী চৌধুরী, সুপ্রভাত সিডনির সম্পাদক ফারুক আমিন, রাজনৈতিক ব্যক্তিত্ব এম এইচ ইসমাঈল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম, স্বাধীনকণ্ঠের সম্পাদক মিজানুর রহমান সুমন ও নিউ সাউথ ওয়েলস অ্যাসোসিয়েশনের মো. হাবিবুর রহমান।

নার্গিস বানু বলেন, “বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেতে অতিসত্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়াসহ সব মিথ্যা মামলা প্রত্যাহার করে একটি নির্দলীয় সরকারের অধিনে সবার অংশগ্রহণের মাধ্যমে সংসদ নির্বাচনই সব সমস্যা সমাধানের একমাত্র পথ।”        

শিবলী আব্দুলাহ বলেন, “দেশ এখন ফ্যাসিস্টদের কবলে, যাদের অগণতান্ত্রিক ব্যবস্থাপনায় মানবাধিকার, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থাপনা সব প্রতিষ্ঠান ধ্বংসের পথে।”                          

ফারুক আমিন বলেন, “দেশের সার্বভৌমত্ব আজ ভূলুণ্ঠিত, কথা বলার স্বাধীনতা নেই। মানবাধিকার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ও বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত। বিচার বহির্ভূত হত্যাকানণ্ড, গুম, খুন সীমা ছাড়িয়ে গেছে।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. রুহুল আমিন, বিএনপি নিউ সাউথ ওয়েলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোবারক হোসেন, স্বদেশবার্তার সম্পাদক আউয়াল খান, নিউ সাউথ ওয়েলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মো. কামরুল ইসলাম শামীম, আব্দুস সামাদ শিবলু, মো. রাশেদ খান,এসএম খালেদ, মো. আরিফুর রহমান, মো. জুম্মন হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন রাজু, জেবল হক জাবেদ, মো. জসিম উদ্দিন, আব্দুল মজিদ, আব্দুল করিম, আনিসুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুস সামাদ ও মিজানুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!