মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী সংগঠনের সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন’ (বিএসওএম) এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 09:20 AM
Updated : 22 April 2018, 09:20 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল সলিলে এ সভায় সংগঠনটির নবগঠিত কমিটির নেতা-কর্মীদের পরিচিতি ও ২০১৮ সালে সংগঠনের পরিকল্পনা ঘোষণা করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুনিমা হোসাইন ও মোহাম্মদ শোভন হোসাইনের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম।

অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক আবুল বাশার, অধ্যাপক আসিফ মাহবুব করিম ও এনামুল হক।

অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীরা বক্তব্য দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!