জার্মানির হামবুর্গে প্রবাসীদের নববর্ষ

জার্মানির হামবুর্গে বসবাররত বাংলাদেশিদের সংগঠন ‘জাগরণ জার্মানি বাংলাদেশ সমিতি’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

মিলি মাহমুদ, জার্মানির হামবুর্গ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 07:04 AM
Updated : 19 April 2018, 07:04 AM

শনিবার হামবুর্গে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় বাংলা বর্ষবরণের অনুষ্ঠান।

মঙ্গল শোভাযাত্রা শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আগত অতিথিদের মিষ্টি, নাড়ু, নিমকি, মুরালি, সিঙ্গারা ও পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

বর্ষবরণের মূল অনুষ্ঠানে শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে হরেক রকমের বাঙালি খাবারের মাধ্যমে নৈশ ভোজের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি এপোলো আলমগীর ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

আবু ইসমাইল ও দীপা আলমের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের নাচ, গান, আবৃত্তি ও যন্ত্র সঙ্গীত পরিবেশনা। বৈশাখী ফ্যাশন শো’তে শিশুরা তুলে ধরে বাঙালি ঐতিহ্যবাহী নানা পোশাক।

দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন স্টুটগার্ট থেকে আসা শিল্পী শিরিন আলম ও এনামুল হক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!