কানাডায় বাংলাদেশ দূতাবাসে মুজিবনগর দিবস পালিত

কানাডার অটোয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মুজিবনগর দিবস পালিত হয়েছে।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 05:29 AM
Updated : 19 April 2018, 05:29 AM

মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান।

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির বাণী পাঠ করে শোনান যথাক্রমে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ, কাউন্সিলর সাখাওয়াত হোসেন, কাউন্সিলর ফারহানা আহমেদ চৌধুরী ও প্রথম সচিব মো.শাকিল মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব অপর্ণা পাল। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর মুজিবনগর দিবসের উপর একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন নুরল হক, কবির চৌধুরী, মমতা দত্ত ও দূতাবাসের কাউন্সিলর সাখাওয়াত হোসেন।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মিজানুর রহমান এ দিবসের প্রেক্ষাপট ও ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করেন। তিনি মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করে সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!