ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে মুজিবনগর দিবস পালিত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

শাকিল শাহরিয়ার, ডেনমার্ক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 05:33 AM
Updated : 18 April 2018, 05:33 AM

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।

বিকালে দূতাবাস মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে কোরান পাঠ করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত মুহিত তার বক্তব্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ নারীদের অপরিসীম আত্মত্যাগের কথা স্মরণ করেন।

মুজিবনগর সরকারের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামের সেই কঠিন মুহূর্তে মুজিবনগর সরকার বাঙালির স্বাধীনতা আন্দোলনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বর্হিবিশ্বে জনমত গঠন ও বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে।”

দূতাবাসের আয়োজনে চা-চক্র পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!