দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে নববর্ষ উদযাপন

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চোন্নাম ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

ওমর ফারুক, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 04:58 AM
Updated : 18 April 2018, 04:58 AM

রোববার গুয়াংজুর চোন্নাম ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কমিউনিটি ও গুয়াংজু বাংলাদেশ কমিউনিটির সদস্যরা ছাড়াও বিদেশি নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মো.মুসফিকুর রহমান ও সৌমিত্র কুমার কুন্ডু।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক সিন গিংইয়ং,  গুয়াংজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন্ডসে হ্যারেন, গুয়াংজু ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিয়ইয়ং কিম, নির্মাতা সুং হু জু ও ইউনেস্কোর ম্যানাজার সুং-এ কিম।

অনুষ্ঠানে অতিথিদের পান্তা ভাত, ইলিশ মাছ ও বিভিন্ন রকমের ভর্তা পরিবেশন করা হয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!