কাতারে বাংলাদেশ দূতাবাসে মুজিবনগর দিবস পালিত 

কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 04:54 AM
Updated : 18 April 2018, 04:54 AM

মঙ্গলবার কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও প্রথম সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতির বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম সচিব রবিউল ইসলাম ও দ্বিতীয় সচিব মো.আজগর হোসেন।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, “আমরা শুধু দিবসটি পালন করলে হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস কী?”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!