দক্ষিণ কোরিয়ায় মুজিবনগর দিবস পালন

দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 04:41 AM
Updated : 18 April 2018, 04:41 AM

মঙ্গলবার দিবসটি উপলক্ষে সিউলে দূতাবাসে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, “ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন।”

রাষ্ট্রদূত তার বক্তব্যে ঐতিহাসিক এ দিনে বঙ্গবন্ধুসহ চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানান। সেইসাথে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিত নারীদের এবং মুক্তিযুদ্ধে অবদান রাখা কূটনীতিকদের স্মরণ করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!