রোমে বাংলাদেশ দূতাবাসের উন্নয়ন বিষয়ক সেমিনার

স্বাধীনতা দিবস উপলক্ষে উন্নয়ন বিষয়ক সেমিনার করেছে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এমডি রিয়াজ হোসেন, ইতালির রোম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 10:04 AM
Updated : 24 March 2018, 10:04 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার রোমে লা সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয়ে ফিলোসফিয়া আউলা পালেওগ্রাফিয়ার একটি হলঘরে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে স্বাগত বক্তব্য দেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার।

তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা বিশ্ববাসীর কাছে একটি আশ্চর্য। ১৯৭১ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের মহানায়ক বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।”

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লা সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আনতোনেল্লো বিয়াগিনি, অধ্যাপক মারিয়ানা ফেরারা, তিতো মারসি, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এরফানুল হক, মো. রফিকুল আলম, ইরিন ইসলাম জুলি, বিভিন্ন বিভাগের শিক্ষক, পিএইচডি গবেষক, বিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিসহ ইতালি ও বাংলাদেশের সাংবাদিকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!