বঙ্গবন্ধুর জন্মদিনে স্পেন প্রবাসী শিশুদের চিত্রাঙ্কন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশু-কিশোরদের চিত্রাঙ্কনের আয়োজন করেছে স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সাহাদুল সুহেদ, স্পেনের মাদ্রিদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 10:35 AM
Updated : 18 March 2018, 10:35 AM

স্থানীয় সময় শনিবার সকালে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলঘরে দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর তত্ত্বাবধানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশি শিশু-কিশোররা দুটি গ্রুপে অংশ নেন।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদের পরিচালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনান দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান এম হারুন আল রশিদ ও প্রথম শ্রম সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!