রিয়াদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন সৌদি আরবের রিয়াদে বসবাসরত বাংলাদেশিরা।

সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 11:45 AM
Updated : 17 March 2018, 11:45 AM

স্থানীয় সময় শনিবার সকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ দূতাবাস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

তারপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়। রিয়াদের বাংলাদেশি স্কুলগুলোর ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!