পর্তুগালে ভাষা শহীদ বেদিতে প্রবাসীদের ফুল

লিসবনের স্থায়ী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা।

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 04:42 AM
Updated : 23 Feb 2018, 09:19 AM

স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাতে ঢল নামে দেশটিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের।

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী।

তারপর শ্রদ্ধাঞ্জলি জানান পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রলায়, লিসবন সিটি কার্পোরেশন, বাংলাদেশ দূতাবাসের কর্মকতা ও তাদের পরিবার, পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন, পর্তুগাল আওয়ামী পরিবার, পর্তুগাল ছাত্রলীগ, সিলেট বিয়ানীবাজার কল্যাণ সমিতি, হবিগঞ্জ অ্যাসোসিয়েশন, ইউরোপ প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!