তুরস্কে শহীদ দিবসে আট দেশের সাংস্কৃতিক সন্ধ্যা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আট দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা করেছেন তুরস্কে বসবাসরত বাংলাদেশিরা।

এজাজ কাদরী, তুরস্ক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 04:13 AM
Updated : 23 Feb 2018, 09:21 AM

এতে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় কানাডা, কলম্বিয়া, কঙ্গো, ভারত, জাপান, সুদান, মালয়েশিয়া ও রাশিয়া দূতাবাস।

স্থানীয় সময় বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে তুর্কি জাতীয় পাঠাগার মিলনায়তনে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকী।

অনুষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শহীদ মিনারে ফুল দেওয়া ও আলোচনা সভার পর ভাষা আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের এশিয়া প্যাসিফিক রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মুরতান দুনদার, অর্থনীতিবিদ মুহাম্মাদ হুসনু এবং তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিচালক মেহমেত গুললুঅলু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!