কাতারে বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস পালিত

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কাতারে বাংলাদেশ দূতাবাস শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

মামুন সন্দ্বীপ, কাতার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 09:05 AM
Updated : 22 Feb 2018, 09:05 AM
স্থানীয় সময় বুধবার দোহা আল হেলালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শোনান যথাক্রমে শ্রম কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম ও তৃতীয় সচিব মো.মনিরুজ্জামান।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ কাতার প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য আরও বেশি করে কাজ করে যাওয়া আহ্বান জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!