অস্ট্রেলিয়ার হোবার্টে একুশে ফেব্রুয়ারি পালন

অস্ট্রেলিয়ার হোবার্টে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদ দিবস পালন করেছে। 

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 08:49 AM
Updated : 22 Feb 2018, 08:49 AM

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার ক্যাম্পাস সংলগ্ন শর্ট বিচ রিজার্ভে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরুর হয়। এ সময় বাংলাদেশিরা তাদের নিজেদের হাতে তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

হোবার্ট বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন হোবার্টে বসবাসরত বাংলাদেশি ও ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

আনোয়ারুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে একুশে ফেব্রুয়ারির ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কমনওয়েলথ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে কর্মরত আশফাকুর রহমান ওমি। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!