দ.কোরিয়ায় মাতৃভাষা দিবস পালিত

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিজন সরকার, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 06:02 AM
Updated : 21 Feb 2018, 06:02 AM

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টায় গুয়াংজুর চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

অস্থায়ী এই শহীদ মিনারে চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছাড়াও গুয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (জিস্ট) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির দু’জন বিদেশি শিক্ষার্থীও ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নারায়ণ চন্দ্র পাল, বিজন সরকার, সৌমিত্র কুমার কুণ্ডু,  মুশফিকুর রহমান, লিয়াকত আলী, নয়ন চন্দ্র দাস ও সিদ্দিক আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!