ইতালিতে প্রবাসী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের পরিচালিত মাদানি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এমডি রিয়াজ হোসেন, ইতালি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 07:03 AM
Updated : 20 Feb 2018, 07:03 AM

স্থানীয় সময় সোমবার রোমে স্কুলটির প্রাঙ্গনে স্কুলের চেয়ারম্যান ইকরাম ফরাজির সভাপতিত্বে

২০১৭-২০১৮ সেশনে ক্যামব্রিজ কেইটি পরীক্ষায় সফলতার জন্য ১২ জন শিক্ষার্থীকে ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট’ ও ‘সাকসেস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

স্কুলের সাধারণ সম্পাদক ও প্রশাসক সঞ্জয় কুমার সাহার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

তিনি বলেন- “শিশুরা স্বর্গীয়, শিশুদের দেখভাল করে ভালো মানুষরূপে তৈরির কারিগর হলেন শিক্ষক ও অভিভাকরা।”

বিশেষ অতিথি ছিলেন স্কুলের উপদেষ্টা ইদ্রিস ফরাজি, ন্যাশনাল এক্সচেঞ্চ কোম্পানির চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজি, কুদ্দুস ফরাজী ও স্কুলের পরিচালক মতিন বেপারী।

অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদসহ ইতালি কমিউনিটি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!