ফ্রান্সে প্রবাসীদের বসন্তবরণ উৎসব

ফ্রান্সের প্যারিসে বসবাসরত বাংলাদেশিরা  বসন্তবরণ উৎসব করেছেন।

মোহা. আব্দুল মালেক হিমু, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 06:00 AM
Updated : 20 Feb 2018, 06:00 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্যারিসের বনলেভেল মিলনায়তনে চতুর্থবারের মতো এ উৎসবের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী’ ফ্রান্স শাখা।

এতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক  মুহাম্মদ আলী।

উৎসবে প্রবাসীদের বসন্তের শুভেচ্ছা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজি এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন উদ্দিন খান লিটন, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য শুভ, হেনু মিয়া, তাপস বড়ুয়া রিপন, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাসেম ও সালে আহমদ চৌধুরী।

আয়োজক সংগঠনের সহ সাংস্কৃতিক সম্পাদিক নাজনিন হোসেন তানিয়ার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো কবিতা আবৃত্তি, নাচ ও গান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দূতাবাসের কাউন্সেলর প্রধান হযরত আলী খান, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়ছল উদ্দিন, সংগঠনের সহ সভাপতি ফিরোজ লস্কর, রানা রহমান, যুগ্ম সম্পাদক ভিকি রায়, মনসুর আহমদ, সেলিম আহমদ, অর্থ সম্পাদক সানি, রুমানা মনসুর, ইমতিয়াজ, শিরিন হাবিব, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, মোস্তাক কামেল, রেহান, ইলিয়াস, তাহসীন, বেদার আহমদ, আলী আহমদ, তাজেল ও রাহুল দে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!