জাসাস যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি 

বিএনপির সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা’ (জাসাস) যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 05:55 AM
Updated : 19 Feb 2018, 05:55 AM

আবু তাহেরকে সভাপতি ও কাওসার আহমেদকে সাধারণ সম্পাদক করে ১২৫ সদস্যের এ নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে সংগঠনটির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল খান স্বাক্ষরিত এ কমিটির অনুলিপি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ সভাপতি হিসেবে আছেন গোলাম ফারুক শাহীন। সহ সভাপতি পদ পেয়েছেন ৩১ জন। জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক করা হয়েছে রিয়াজ চৌধুরীকে। যুগ্ম সম্পাদক রয়েছেন ৮ জন। এছাড়া সহ সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বেশ কয়েকমাস অপেক্ষার পর নতুন কমিটি আসার সংবাদে জাসাসের মাঠ পর্যায়ের কর্মীরা উৎফুল্ল। কারণ, ৫ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কাজকর্ম চলছে প্রবাসী বিএনপি ও তার সমর্থক অঙ্গ সংগঠনগুলোর।

শিঘ্র পূর্ণাঙ্গ কমিটির সভা আহ্বান করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে

অংশ নেওয়ার কথা জানান তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!