শারজাহে সংহতি সাহিত্য পরিষদের ছড়ার অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতে ‘লাল সবুজের ছড়ামালা’ শিরোনামে ছড়ার অনুষ্ঠান করেছে প্রবাসী সংগঠন সংহতি সাহিত্য পরিষদ।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 04:05 AM
Updated : 16 Feb 2018, 04:05 AM

প্রবাসী সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমানের লেখা আটটি ছড়ার বই নিয়ে এ আয়োজনে প্রবাসী সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

স্থানীয় সময় সোমবার রাতে শারজাহের তারা ঘরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি গুলশান আরা।

নৃত্যশিল্পী তিশা সেন ও তুর্সা ওয়াহিদের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন লন্ডন প্রবাসী কবি ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি। 

প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসী কলামনিস্ট ফারুক যোশি।  

তিনি বলেন, “ছড়া মানুষকে সরাসরি আকর্ষণ করে। লুৎফুর রহমান বয়সে তরুণ হলেও মন ও মগজে ধারণ করেন লাল সবুজের বাংলাদেশ। তাই গণহত্যার ইতিহাস নিয়ে তার প্রথম ছড়াগ্রন্থ ‘লাল সবুজের ছড়া’ সবার মন ছুঁয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহতাবুর রহমান নাসের ও মোহাম্মদ নওশের আলী। অনুভূতি জানান ছড়াকার লুৎফুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!