লন্ডন দূতাবাসে হামলার প্রতিবাদ মালয়েশিয়া আ. লীগের

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিএনপি-জামায়াতের হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 06:51 AM
Updated : 14 Feb 2018, 06:51 AM

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগের দিন ৭ ফেব্রুয়ারি হাই কমিশনারের কাছে স্মারকলিপি দিতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর চালায় যুক্তরাজ্য বিএনপি-জামায়াতের কর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সামনে মানববন্ধন থেকে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে হাই কমিশনের পলিটিক্যাল মিনিস্টার রইছ হাসানের কাছে স্মারকলিপি দেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ।

আরও বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, যুবলীগ মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এ কামাল হোসেন চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, প্রদীপ কুমার, লিটন আজিজ দেওয়ান, হাবিবুর রহমান, আমীন, মিনহাজ উদ্দিন মিরান, মাসুদ রানা, রাহাদ উজ্জামান, মিনহাজ উদ্দিন মিরান, ফয়সাল হক, কাজী সারজিল সায়েফ, আব্দুল বাতেন, হারুনুর রাশিদ মিয়াজী ও আবুল কালাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!