ইতালিতে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতা

ইউরোপে বসবাসরত বাংলাদেশি নারীদের নিয়ে ইতালির রাজধানী রোমে আয়োজন করা হয়েছে ‘মিস বাংলাদেশ ইতালি ২০১৮’।

এমডি রিয়াজ হোসেন, ইতালি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 01:58 PM
Updated : 17 Jan 2018, 01:58 PM

চলতি মাসের ১০ তারিখ থেকে প্রতিযোগীদের নিবন্ধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছে আয়োজক সংগঠন ‘মাল্টিমিডিয়া ইভেন্টস’।

আয়োজনের উদ্যোক্তা ইমন রহমান বলেন, “১৮ বছর বা তার বেশি বয়সের যে কোন অবিবাহিত নারী এ প্রতিয়োগিতায় অংশ নিতে পারবেন। মোট চারটি রাউন্ডের মাধ্যমে সেরাদের নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে।”

ইতালির রোম, মিলান, ভেনিস, বলনিয়া, পালেরমো ও আরেচ্ছো শহরে সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আগামী ১৫ এপ্রিল রোমে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন ইমন রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!