ভিয়েনায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আনিসুল হক, অস্ট্রিয়ার ভিয়েনা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 04:44 AM
Updated : 11 Jan 2018, 04:44 AM

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভিয়েনার সুটিরোলার প্লাসে এ আলোচনা সভার আয়োজন করে অস্ট্রিয়া আওয়ামী লীগ।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সভায় বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা এবিএম মাইনুদ্দিন, গাজী মোহাম্মদ ও মুক্তিযোদ্ধা সামসুল হুদা চৌধুরী।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় এম.নজরুল ইসলাম বলেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও তা পরিপূর্ণতা পায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের মানুষ ফিরে পায় সামনে অগ্রসর হওয়ার প্রেরণা।”

নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!