যুক্তরাষ্ট্রে ক্রিসমাসের রঙ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের নাম ক্রিসমাস। তবে যুক্তরাষ্ট্রে এটি এখন সবার উৎসব। এদিন সব ধর্মের মানুষই মেতে ওঠেন আনন্দে।

আশরাফুন নাহার লিউজা, নিউ ইয়র্ক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 07:09 AM
Updated : 24 Dec 2017, 05:09 AM

‘থ্যাংকস গিভিং ডে’র যেখানে শেষ, সেখান থেকেই যেন ক্রিসমাসের আনন্দ-আয়োজনের শুরু। নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পালিত হয় ‘থ্যাংকস গিভিং ডে’। এর পরদিন ‘ব্ল্যাক ফ্রাই ডে’র কেনাকাটার মধ্য দিয়েই মূলত ক্রিসমাস উৎসবের রঙ লাগে চারিদিকে।

সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে ‘হ্যাপি হলিডে’ কথাটি। এইসময়টায় কর্মব্যস্ত জীবন থেকে মানুষ একটু ছুটি চান। প্রিয় মানুষদের সাথে কাটাতে চান একান্ত সময়।

এবারও ডিসেম্বরের শুরু থেকেই উৎসবের দেশে পরিণত হয়েছে গোটা যুক্তরাষ্ট্র। সময় এগিয়ে আসছে, বাড়ি বাড়ি সেজে উঠছে রঙিন আলোর ঝরনাধারায়। ঘরে ঘরে চলছে ক্রিসমাসের প্রস্তুতি। জিঙ্গেল বেল আর রঙিন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানোর ধুম পড়ে গেছে। সেই সাথে নিজের আঙিনাকে দেওয়া হচ্ছে নতুন চেহারা।

উৎসবের পাশাপাশি বড়দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, ব্যবসা-বাণিজ্যের সেরা মৌসুম চলে। পোশাক-আশাক, প্রয়োজনীয় জিনিসের সাথে বিক্রি বাড়ে ‘ক্রিসমাস ট্রি’র। শপিং মলে মূল্য ছাড়ের ছড়াছড়ি। এখনও চলছে শেষ মুহূর্তের কেনাকাটা।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিসমাসের ছুটি শুরু হয়ে গেছে। অফিসগুলোও ফাঁকা হতে শুরু করেছে। যা চলবে ‘নিউ ইয়ার’ পর্যন্ত। দীর্ঘ ছুটিতে সারা যুক্তরাষ্ট্রজুড়ে চলবে কেবলই উৎসব।

 

২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে হলেও মূল উৎসবটা আগের দিন সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে। সারা মাস জুড়ে পাওয়া উপহারসামগ্রী, যেগুলো বাড়িতে ‘ক্রিসমাস ট্রি’র পাশে জমা রাখা ছিল, আগের রাতে সবার উপস্থিতিতে সেগুলো খুলে দেখা হবে।

প্রতিটি বাড়িতেই আয়োজন করা হবে সুস্বাদু খাবারের। সারা রাত আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কেটে যাবে। ক্রিসমাসের দিন গির্জায় গির্জায় চলবে প্রার্থনা।

সেই সাথে সান্তা ক্লজের অপেক্ষায় থাকবে শিশুরা। তাদের বিশ্বাস সান্তা তাদের জন্যে উপহার নিয়ে আসবে। লাল পোশাক, ধবধবে সফেদ চুল দাড়ি আর উপহার ভর্তি কাঁধের লাল ঝোলা নিয়ে সান্তা ক্লজের উপস্থিতি মানেই বাড়তি কিছু। সবমিলিয়ে যুক্তরাষ্ট্র যেন এখন এক উৎসবেরই দেশ।

লেখক : ইয়োগা আর্টিস্ট ও লেখক

ছবি: আশরাফুন নাহার লিউজা

ইমেইল: Leuza.yoga@gmail.com

লেখকের অন্যান্য লেখা:

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!