নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের বিজয় দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 09:31 AM
Updated : 17 Dec 2017, 09:31 AM

শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বিজয় দিবসের সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, “বীর বাঙালিরা মন্ত্রমুগ্ধের মতো ৭ মার্চের ভাষণের আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নের বিস্ময়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জেনোসাইড-৭১ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, শহীদ পরিবারের সদস্য মাসুদুল হাসান ও গুলশান আরা।

সভায় গত ১০ ডিসেম্বর মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় দিবস টেবিল টেনিস টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!