সিডনিতে বাংলাদেশি চটপটি দোকানে বিজয় দিবস

জীবন ও জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকলেও দেশের কথা ভুলা যায় না, ভুলা যায় না নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার মুক্ত আকাশে মুক্তির দিনটির কথা।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 09:18 AM
Updated : 16 Dec 2017, 09:27 AM

আর তাইতো বিজয় দিবসে মুক্তিসেনা ও দেশকে স্মরণ করলো অস্ট্রেলিয়ায় বাংলাদেশি খাবারের দোকান ‘গ্রামীণ চটপটি রেস্টুরেন্ট’।

শনিবার বিজয় দিবসের প্রথম প্রহরে সিডনির ল্যাকেম্বায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি তৈরি করে অস্থায়ী স্মৃতিসৌধ।

মুক্তির সেই সৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ক্রেতা-কর্মচারীসহ বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীরা।

‘গ্রামীণ চটপটি রেস্টুরেন্ট’ এর মালিক আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ চির গৌরবের মহান বিজয় দিবস। প্রবাসে আমরা গভীর বেদনা ও বিনম্র শ্রদ্ধায় সঙ্গে স্বাধীনতার জন্য যে বীর সন্তানরা আত্মদান করেছেন, যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্মরণ করছি।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!