৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে সিঙ্গাপুরে আনন্দ সমাবেশ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস আনন্দ সমাবেশ ও আলোচনা সভা করেছে।

এক.কে.মেসবাহউদ্দীন আহমেদ, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 05:59 AM
Updated : 16 Dec 2017, 05:59 AM

স্থানীয় সময় শুক্রবার দূতাবাস মিলনায়তনে এ আনন্দ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতে হাই কমিশনার মো.মোস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাণের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় হাই কমিশনার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

তিনি বলেন, “এই কালোত্তীর্ণ ভাষণটি ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও মুক্তির পথে সদা উজ্জীবিত করার লক্ষ্যে সংরক্ষিত হয়ে থাকবে। ইউনেস্কো কর্তৃক এ ঐতিহাসিক ভাষণের স্বীকৃতি বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাঙালি জাতিকে বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!