সিডনিতে শিশু-কিশোরদের নিয়ে বিজয় উৎসব

১৬ ডিসেম্বরকে সামনে রেখে শিশু-কিশোরদের নিয়ে বিজয় দিবসের উৎসব করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 10:42 AM
Updated : 12 Dec 2017, 10:42 AM

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির ইঙ্গেলবার্ন লাইব্রেরি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে ‘সাউথ-ওয়েস্ট সিডনি বাংলাদেশি কমিউনিটি’।

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরুর পর ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের শিশু- কিশোররা দেশাত্মবোধক ছড়া, কবিতা ও বিজয়ের গান শোনান।

এরপর ফারিয়া ও লুনিয়ার কণ্ঠে দেশের গান দিয়ে শুরু হয় উৎসবের দ্বিতীয় পর্ব।

এ পর্বে রুনু রফিক রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেমের গান এবং অথই দেশের গান, ভাওয়াইয়া, ইংরেজি আধুনিক, জাজ ও অপেরা পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় একটি গানের দল লাল সবুজ সঙ্গীত পরিবেশন করে। মাসুদ মিথুন, রহমান, লুৎফা, সজল, মাহাদী ও নাহিদ শোনান জাগরণের গান।

উৎসবে আরও ছিল- শিল্পী বাপ্পীর গণসঙ্গীত, লনির মুক্তিযোদ্ধার ডায়েরি ও নীলিমা ইব্রাহিমের বই ‘আমি বীরাঙ্গনা বলছি’ থেকে পাঠ, রুমানার কণ্ঠে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা এবং পুলকের চরমপত্র পাঠ।

অনুষ্ঠানে তবলায় সহযোগী ছিলেন সজীব।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!