সৌদিতে গৃহকর্মী ও গাড়িচালকদের প্রিপেইড বেতন কার্ড চালু

সৌদি আরবের গৃহকর্মী, গৃহপরিচারক এবং গাড়ি চালকদের জন্য চালু হয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে বেতন দেওয়ার কার্যক্রম।

মো.শফি উল্লাহ,সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 08:31 AM
Updated : 12 Dec 2017, 08:31 AM

স্থানীয় সময় শনিবার সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি) 

‘প্রিপেইড বেতন কার্ড’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করে।

নিজেদের অধীনে থাকা কর্মচারীদের প্রিপেইড বেতন কার্ড ইস্যু করে দিতে সকল  নিয়োগকর্তাকে ৬ মাসের সময় বেঁধে দিয়েছে সৌদি সরকার।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খাইল বলেন, এ প্রিপেইড কার্ডের মাধ্যমে গৃহকর্মীদের মাসিক বেতন ইলেকট্রনিকভাবে দেওয়া হবে। আর তা নির্ধারিত সময়ে বেতন পরিশোধ নিশ্চিত করবে।

তিনি বলেন, গৃহকর্মীরা এ দেশে প্রবেশের সাথে সাথেই তাদের হাতে প্রিপেইড বেতন কার্ড সরবরাহ করতে হবে নিয়োগকারীদের।

এই কার্ড কেবল সৌদি আরবেই ব্যবহার করা যাবে। শুধু স্পন্সররাই এতে টাকা জমা দিতে পারবে। এ কার্ডে স্পন্সর অ্যাকাউন্ট থেকে বেতন স্থানান্তরের সময় কোনও ফি কাটা হবে না।

প্রিপেইড পেরোল কার্ড পেতে মালিক বা কপিলের অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ফর্ম পূরণ করতে হবে, ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে এবং ব্যাংকে তার গৃহকর্মীর আসল  আইডি কার্ড দেখাতে হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!